সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে দিল্লী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল সোমবার ভারতের রাজধানী দিল্লীতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা আইএনএস।

তাদের খবরে বলা হয়, সোমবার দিল্লীর তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে দিল্লীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭। দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিল্লীর সফদারজংয়ে একটি পর্যবেক্ষণকেন্দ্র থেকে সোমবারের তাপমাত্রা ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

অন্যদিকে পালামে অবস্থিত আরেকটি পর্যবেক্ষণকেন্দ্র থেকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুধু দিল্লী নয়, রাজস্থান রাজ্যের চুরুতেও একই তাপমাত্রা রেকর্ড করা হয় সোমবার। রাজ্যের ঢোলপুরে তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশে এই তাপপ্রবাহ চলবে। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ