আওয়ার ইসলাম: বুরকিনা ফাসোতে হামলায় অন্তত ১৯ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। রোববার আরিবিন্ডা শহরের চারপাশে অজ্ঞাত হামলাকারীরা এ হামলা চালায়।
আফ্রিকান দেশটির সরকার জানায়, গত কয়েক মাস ধরে সহিংসতায় দেশটিতে শত শত মানুষ মারা গেছে এবং প্রায় ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ অনুর্বর সাহের অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বুরকিনার প্রবেশদ্বারে প্রতিবেশী দেশ মালি থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালির একটি গ্রামে রবিবারের হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত এবং এক ডজনের বেশি লোক নিখোঁজ হন।
২০১৮ সালের ডিসেম্বর মাসে মালি সীমান্তবর্তী বুরকিনার উত্তর প্রদেশের বেশ কয়েকটি রাজ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর জরুরি অবস্থা ঘোষণা করতে সরকার বাধ্য হয়েছিল।
আরিবিন্ডার সৌম প্রদেশে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালালে জরুরি অবস্থা ছয় মাস বাড়িয়েছিল সরকার।
-এটি