আওয়ার ইসলাম: মাঠ পর্যায়ে কৃষকের কাছ থেকে আরও আড়াই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ন্যায্যমূল্য নিশ্চিতে এই বোরো ধান কেনা হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন,আমরা কৃষকের কাছ থেকে আরও আড়াই লাখ টন ধান কিনবো। প্রয়োজনে সংগ্রহের পরিমাণ আরও বাড়বে।’
এর আগে দেড় লাখ টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান খাদ্যমন্ত্রী। তিনি আরও বলেন,বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে।
-এটি