সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মসজিদে তালা: ছালামকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালিকানা দাবি করার জেরে টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশি সংস্থার অর্থায়নে নির্মিত মসজিদে তালা দেওয়ার ঘটনায় ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের চর বকশিয়া গ্রামের ছালাম হোসেনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১০ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান এই আইনি নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, বিদেশি সংস্থার নির্মিত মসজিদ নিজের দাবি করে ছালাম হোসেন দীর্ঘদিন তালা ঝুলিয়েছেন, যা গত ৯ ও ১০ জুন পর্যন্ত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে প্রচার হতে থাকে। যা অত্যন্ত নেতিবাচকভাবে ধর্মপ্রাণ মুসল্লিদের মনে আঘাত করেছে।

আরও উল্লেখ করা হয়, ইসলাম ধর্ম অনুযায়ী নামাজ আদায় করার বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে ও নামাজ আদায় করার বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে। প্রত্যেক নাগরিকের যেকোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকারসহ ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বাংলাদেশ সংবিধানের ৪১নং অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে বিধায় মসজিদে মালিকানা দাবি করে তালা লাগানোর বিষয়টি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সুষ্পষ্ট লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় চর্চায় বাধার শামিল।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মসজিদে ঝুলিয়ে দেওয়া তালা ভেঙে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ ও ইবাদতের সুব্যবস্থা করার পাশাপাশি মসজিদ মালিকানা দাবির বিষয়টি প্রত্যাহার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অনুশোচনা/দুঃখ প্রকাশ পত্র দাখিল করে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চর বকশিয়া গ্রামে কুয়েতের একটি সংস্থার অর্থায়নে ২০১৫ সালে মসজিদটি নির্মাণ করা হয়। নির্মাণের সময় দুবাই প্রবাসী ওই এলাকার বেলাল হোসেনও মসজিদে অনুদান দেন। নির্মাণের পর থেকে গ্রামের মুসল্লিরা মসজিদটিতে নামাজ আদায় করছেন।

তবে সম্প্রতি দুবাই প্রবাসী বেলাল হোসেন ও তার ভাই আব্দুস ছালাম মসজিদটি নিজেদের বলে দাবি তোলেন। ছালাম মসজিদ পরিচালনা কমিটি ভেঙে দেন। এমনকি ইমামও বদলে ফেলেন। পরে মসজিদটি নিজেদের দখলে নিতে তালাও ঝুলিয়ে দেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ