সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার নন্দীগ্রাম ও শেরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (৯ জুন) রাত থেকে সোমবার (১০ জুন) সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

রাত সাড়ে ১২টায় বগুড়ার নন্দীগ্রামে পদ্মপুকুর নামক স্থানে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুইভাইয়ের মৃত্যু হয়। অন্যদিকে ভোর সোয়া ৫টার দিকে দশ মাইল এলাকায় বাস ট্রাকের মুখোমখি সংঘর্ষে দুলালী বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯ জন।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

শেরপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. সিদ্দিকুর রহমান জানান, লালমনিরহাটের হাতিবান্ধা থেকে ঢাকাগামী একটি বাস ভোর সোয়া ৫টার দিকে শেরপুরের দশ মাইল এলাকায় পৌছলে বগুড়াগামী একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের পিছনের দিকে বসা দুলালী বেগম নামে এক নারী নিহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুসহ আহত ৯ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেরপুর থানার ওসি হুমায়ূন কবির জানান, মহাসড়কের কাজ করার সময় একটি ট্রাক সামনের একটি বাসকে ধাকা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কে কাজ করার সময় ফরিদ নামের ওই শ্রমিককে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ