আওয়ার ইসলাম: লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর বক্তব্যকে তিনি প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন।
জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেন। সেখানে তারেক রহমান বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নামটি নিতেও ঘৃণা হয়।
দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন, 'আজ হোক কাল হোক এক দিন না একদিন তার শাস্তি অবশ্যই কার্যকর হবে।
সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানের মাধ্যমে গণমাধ্যমে এ বিষয়ে একটি বিবৃতি পাঠান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন শিষ্টাচার বিহীন। এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
-এটি