সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

যেভাবে জানা যাবে একাদশে ভর্তির ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ড। আগামীকাল সোমবার ভর্তির প্রথম ধাপের মেধাতালিকা প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. হারুন অর রশিদ তথ্যটি নিশ্চিত করেছেন।

আজ রোববার দুপুরের মধ্যেই ওয়েবসাইটে কলেজের ভর্তির ফল হালনাগাদ করা হবে, আগামীকাল সোমবার তা উন্মুক্ত করা হবে।

যেভাবে জানা যাবে ফল ভর্তিচ্ছুরা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনকারীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুঁজতে হবে। এছাড়া মোবাইলের মাধ্যমেও একাদশে ভর্তির ফল জানা যাবে। এ ক্ষেত্রে সোমবার মধ্যরাতের পর এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১১-১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতি শিক্ষার্থীকে টেলিটক, রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন ফি বাবদ ১৯৫ টাকা পরিশোধ করতে হবে। এতে কেউ ব্যর্থ হলে তার ভর্তির মনোনয়ন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

গত ১২-২৩ মে একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী ৫-১০টি কলেজের জন্য অনলাইনে আবেদন করেন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন অংশ নিয়ে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন উত্তীর্ণ হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ