আওয়ার ইসলাম: ফেনীর সদর উপজেলায় ফতেহপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত হয়েছেন।
গতকাল শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এছাড়া কয়েকটি অস্ত্র এবং গুলিও উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, রাতে ফতেহপুর রেলগেট এলাকায় মাদক বিক্রেতাদের সঙ্গে র্যাব-৭ এর পাল্টাপাল্টি গুলি বিনিময় শুরু হয়।
এসময় গুলিতে দুই মাদক বিক্রেতা নিহত হন। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কুমিল্লার বাংগুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে একটি হটপট পাওয়া যায়, যার ভেতরে ১০ হাজার পিস ইয়াবা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়।
-এটি