সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঢাবির সিনেট সদস্য হলেন এমপি উবায়দুল মোকতাদির চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ২৬ মে তাকে এ পদে মনোনীত করেন।

বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।

এ ছাড়া তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৪৫ নং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি ২০১১ সালে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৮৩ সালে তিনি বিসিএস(প্রশাসন) ক্যাডার সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ