সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইরানে উদ্বোধন হলো উন্নত প্রযুক্তির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করেছে।

আজ রোববার ‘খোরদাদ ফিফটিন’ নামের ওই প্রতিরক্ষা ব্যবস্থার উদ্বোধন করা হয়।

পার্সটুডের বরাতে জানা যায়, নতুন এ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একই সময়ে ছয়টি লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এ বিষয়ে বলেছেন, এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে।

তিনি আরো বলেন, এ ছাড়া রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ জঙ্গিবিমান ও ড্রোনকে ৮৫ কিলোমিটার দূর থেকে শনাক্ত এবং ৪৫ দূর থেকে সেটাকে ধ্বংস করতে পারবে।

ইরান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কারো অনুমতি নেয় না উল্লেখ করে আমির হাতামি বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে বিজাতীয় শক্তির অনেক সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির হুমকি মোকাবেলায় অত্যাধুনিক এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরি ভূমিকা রাখবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ