আওয়ার ইসলাম: কিরঘিজস্তানের বিশকেকে এসসিও সম্মেলন যত এগিয়ে আসছে ভারত-পাকিস্তানের দ্বৈরথের ঐতিহ্য অনুযায়ী তৈরি হচ্ছে গুঞ্জন।
ওই সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়টি নাকচ করেছে ভারত। পাকিস্তানের কারণে সার্কে সমস্যা রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী সপ্তাহে সম্মেলনের কথা রয়েছে।
মন্ত্রীত্ব পাওয়ার পর প্রথম বক্তৃতায় এস জয়শঙ্কর পাকিস্তানের নাম না করে তাদের সমালোচনা করেছেন। তার দাবি, প্রতিবেশী নীতির প্রশ্নে বিমস্টেকভুক্ত রাষ্ট্রগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ সার্ক এর কিছু ‘সমস্যা’ রয়েছে।
জয়শঙ্করের কথায়, ‘বিমস্টেক এর ওপর আমরা বেশি জোর দিচ্ছি। এই ধরনের কোনো মঞ্চকে সঠিক ভাবে কাজে লাগালে তবেই এগোনো সম্ভব। আমরা সবাই জানি সার্কের কিছু সমস্যা রয়েছে। সন্ত্রাসবাদকে সরিয়ে সংযোগ, পরিকাঠামো, বাণিজ্যের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’
কূটনীতিকদের মতে, পাকিস্তানের সঙ্গে কোনো বহুপাক্ষিক মঞ্চে ভারতের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হলে এই ধরনের সংলাপ অনিবার্য। তবে এরপরও কোনো অপ্রত্যাশিত চমক থাকতে পারে।
-এটি