আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দাবি প্রশাসনের।
কাশ্মীর পুলিশের বরাতে চীনা গণমাধ্যম ‘সিনহুয়া’ জানায়, আজ শুক্রবার (৭ জুন) স্থানীয় সময় সকালে রাজধানী শ্রীনগর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণের পুলওয়ামা জেলার ল্যাসিপোরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির সেনা, পুলিশ ও সিআরপিএফ একযোগে অভিযানটি পরিচালনা করে।
অভিযানে অংশ নেওয়া পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চীনের এই গণমাধ্যমটিকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্বাধীনতাকামীদের অবস্থানের খবর পেয়ে অভিযানটি চালানো হয়।
এ সময় ল্যাসিপোরা গ্রামের একটি আবাসিক বাড়িকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেললে তারা দিকবেদিক গুলি ছুঁড়তে শুরু করে। পরে সেনারাও পাল্টা আক্রমণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘সারা রাত ধরে চলা এই বন্দুকযুদ্ধে এক স্বাধীনতাকামী নিহত হয়। পরবর্তীতে একই দিন সকালে বাকি তিনজন নিহত হয়।’
নিহতরা সকলেই পাকিস্তানের জৈশ-ঈ-মোহম্মদের সদস্য বলে দাবি ভারতীয় নিরাপত্তা বাহিনীর। এবারের অভিযানে ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত তিনটি রাইফেল ও বেশ কিছু রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
-এটি