মু. আতাউর রহমান আলমপুরী: নরসিংদী জেলার শিবপুর উপজেলায় রয়েল পরিবহন নামের ১টি বাসের ধাক্কায় সিএনজি যাত্রী সহ ৫জন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১ টায় উপজেলার বান্ধারদীয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে আহত হয় সিএনজি চালক সহ ৫ যাত্রী।
পথচারীরা আওয়ার ইসলামকে জানান, মনোহরদী থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা রয়েল পরিবহন নামের যাত্রীবাহী বাসটি উপজেলার বান্ধারদীয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর জেনারেল হাসপাতাল ও উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করান।
আহতরা হলেন ঢাকা রিয়েল ইষ্ট কোম্পানির কর্মকর্তা মনির হোসেন (৩৫)। তার স্ত্রী জনি আক্তার (৩০)। তাদের ১ ছেলে ও ১ মেয়ে এবং সিএনজি চালক উপজেলার শেরপুরে নিবাসী আবুল হাসিমের ছেলে আব্দুল্লাহ (২৫)।
শিবপুর মডেল থানার ওসি জানান, এ ঘটনায় রয়েল পরিবহনের নামে শিবপুর মডেল থানায় মামলার প্রস্ততি চলছে।
এমডব্লিউ/