বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

রূপগঞ্জে টেক্সাটাইল মিলে আগুন, ১৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহাদী হাসান
নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের জেনারেটর ইউনিটে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোম্পানীর জেনারেটর ইউনিটের জেনারেটর, মূল্যবান যন্ত্রাংশ, কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) ভোরে উপজেলার যাত্রামুড়া এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান জানান, ভোরে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডের জেনারেটর ইউনিটে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। পরে ১ টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়।

এ সময় জেনারেটর ইউনিটটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ইউনিটের ভেতরে থাকা জেনারেটর, মূল্যবান যন্ত্রাংশ, কাগজপত্র ও আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক ভূইয়া।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ