আওয়ার ইসলাম: রাজধানী ঢাকায় গত ১২ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় সকাল থেকে বৃষ্টিপাত শুরু হলেও বরিশাল ও খুলনায় ১২টার পর ভারী বৃষ্টিপাত শুরু হয়। তবে চট্টগ্রাম বিভাগের সব জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাঙামাটিসহ বেশ কিছু পাহাড়ি এলাকায় সকাল থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ফলে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কার কথা বলা হয়েছে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, সকাল থেকেই ঢাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার (০৫ জুন) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায়। বরিশাল ও খুলনায় ১২টার পর ভারী বৃষ্টিপাত শুরু হয়। দক্ষিণাঞ্চলেও বৃষ্টিপাত শুরু হয় ১২টার পর। বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা আছে।
-এএ