বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

যানজটের প্রতিবাদে ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে দীর্ঘ যানজটের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো যাত্রীদের। দীর্ঘক্ষণ দুর্ভোগে পড়ায় বিক্ষুব্ধ যাত্রীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপ‌জেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মুহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য জানান।

শহীদুল ইসলাম বলেন, যানজটের কবলে পড়ে ভুক্তভোগীরা গাড়িতে আগুন দেয়। এ সময় গাড়িতে কেউ ছিল না। গাড়িটি ওই এলাকায় দাঁড়ানো ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীরা জানান, উত্তরবঙ্গগামী যানবাহন একেবারেই বন্ধ রয়েছে। এতে নারী ও শিশুসহ তারা চরম দুর্ভোগে পড়েছেন। মহাসড়কের প্রায় পুরোটা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীরা গাড়ি থেকে নেমে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করে। পরে রসুলপুর এলাকায় দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেয়।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ