আওয়ার ইসলাম: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ (৪ জুন) উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।
সোমবার (৩ জুন) সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে সৌদি সুপ্রিম কোর্টের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিকে ঈদুল ফিতরে দেশসহ বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ঈদের নামাজ আদায়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন করছেন মানুষ।
তবে পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ড ঘোষণা দিয়েছে, মঙ্গলবার তাদের ওখানে শেষ রোজা পালিত হবে। এছাড়া এশিয়ার অন্যান্য দেশে চাঁদ দেখার বিষয়ে কোনো ঘোষণা আসেনি। ফলে বুধবার (৫ জুন) ওই দেশগুলোতে উদযাপিত হবে ঈদুল ফিতর।
-এএ