আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গিলাবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জাহিরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএসএফের কাছে একটি প্রতিবাদ নোট পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহত জাহিরুল ইসলাম ওই উপজেলার হোসেনভিটা গ্রামের এনামুল হকের ছেলে।
স্থানীরা জানায়, আজ ভোরে গিলাবাড়ী ক্যাম্পের পশ্চিমে গফুর হাজির আম বাগান এলাকায় ২শ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে জাহিরুলকে গুলি করে ভারতীয় ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের কৃষ্টপুর ক্যাম্পের সদস্যরা। পরে বেলা পৌনে ১১টার দিকে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।
বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, ভোররাতে বেশ কয়েকজন চোরাকারবারি শূন্য রেখা অতিক্রম করে তারকাঁটার বেড়া কাটার চেষ্টা করে। এ সময় বিএসএফ কৃষ্টপুর ক্যাম্প পোস্ট থেকে গুলি ছোড়ে। এ ঘটনায় একজন নিহত হয়। পরে তারা লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় তারা পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে লিখিত প্রতিবাদ জানিয়েছেন।
-এএ