আওয়ার ইসলাম: শেষ পর্যন্ত শতভাগ পোশাক কারখানায় ঈদ বোনাস ও মজুরি পেয়েছেন শ্রমিকরা। গত বৃহস্পতিবার থেকেই মজুরি দেয়া শুরু হয়েছে। আর মে মাসের আংশিক দেয়া শুরু হয়েছে গত রোববার থেকে। ঈদের আগে শেষ কর্মদিবসে সোমবার বিকেল পর্যন্ত সব কারখানার বোনাস-মজুরি পরিশোধ শেষে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, শতভাগ কারখানার শ্রমিকরা তাদের বেতন-বোনাস পেয়েছেন। তার দাবি, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার শান্তিপূর্ণভাবে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, এ বছর আশঙ্কা সত্ত্বেও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই বেতন-বোনাস পেয়েছেন শ্রমিকরা। মাস কেবল শেষ হওয়ায় মে মাসের ২০ দিনের মজুরি পেয়েছেন শ্রমিকরা। কোনো কোনো কারখানায় মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে ১৫ দিনের মজুরিও দেয়া হয়েছে।
তবে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য নয়, এমন কারখানার শ্রমিকদের বেতন-বোনাস যথাযথভাবে হয়নি। এ কারখানার সংখ্যা ৮০০। নিজেদের সদস্য না হওয়ায় এসব কারখানার বিষয়ে কোনো দায়দায়িত্ব নেয়নি বিজিএমইএ এবং বিকেএমইএ। সরকারের পক্ষ থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) এ বিষয়ে কোনো তৎপরতা ছিল না।
-এএ