সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

শতভাগ পোশাক শ্রমিকরা বেতন-বোনাস পেয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেষ পর্যন্ত শতভাগ পোশাক কারখানায় ঈদ বোনাস ও মজুরি পেয়েছেন শ্রমিকরা। গত বৃহস্পতিবার থেকেই মজুরি দেয়া শুরু হয়েছে। আর মে মাসের আংশিক দেয়া শুরু হয়েছে গত রোববার থেকে। ঈদের আগে শেষ কর্মদিবসে সোমবার বিকেল পর্যন্ত সব কারখানার বোনাস-মজুরি পরিশোধ শেষে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, শতভাগ কারখানার শ্রমিকরা তাদের বেতন-বোনাস পেয়েছেন। তার দাবি, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার শান্তিপূর্ণভাবে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, এ বছর আশঙ্কা সত্ত্বেও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই বেতন-বোনাস পেয়েছেন শ্রমিকরা। মাস কেবল শেষ হওয়ায় মে মাসের ২০ দিনের মজুরি পেয়েছেন শ্রমিকরা। কোনো কোনো কারখানায় মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে ১৫ দিনের মজুরিও দেয়া হয়েছে।

তবে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য নয়, এমন কারখানার শ্রমিকদের বেতন-বোনাস যথাযথভাবে হয়নি। এ কারখানার সংখ্যা ৮০০। নিজেদের সদস্য না হওয়ায় এসব কারখানার বিষয়ে কোনো দায়দায়িত্ব নেয়নি বিজিএমইএ এবং বিকেএমইএ। সরকারের পক্ষ থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) এ বিষয়ে কোনো তৎপরতা ছিল না।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ