আওয়ার ইসলাম: বাংলাদেশের পতাকা বিক্রি করছেন ব্রিটেনের নাগরিকরা। আর এটা তারা পাউন্ডের জন্য না, করছে বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে।
গতকাল রোববার ইংল্যান্ডের ওভালের কেনিংটন স্টেডিয়ামের সামনে বাংলাদেশের পতাক বিক্রি করেতে দেখা গেছে কয়েকজন ব্রিটিশ নাগরিককে।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা লিখেছেন, বাংলাদেশের খেলার দিনে কেনিংটন স্টেডিয়ামের সামনে লাল-সবুজের পতাকা বিক্রি করতে দেখা যায় স্টুয়ার্ট নামের এক যুবকসহ কয়েকজন ব্রিটিশকে।
লাল-সবুজের পতাকা বিক্রি করা স্টুয়ার্টের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের এক সাংবাদিকের। ওই সাংবাদিক নিজের ফেসবুকে লেখেন, শুধু পাউন্ডের জন্যই যে সে পতাকা বিক্রি করছে, তা নয়। বাংলাদেশকে তার খুব পছন্দ।
তিনি বলেন, স্টুয়ার্ট একবার বাংলাদেশে এসেছিল। দারুণ স্মৃতি। সেই সুখস্মৃতি থেকেই এ ইংলিশ নাগরিক বাংলাদেশের খেলা শুরুর পূর্বে পতাকা বিক্রি করছেন।
-এএ