আওয়ার ইসলাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ‘পাখির সঙ্গে ধাক্কা’ লাগায় জরুরি অবতরণ করেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সকালে কক্সবাজারগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরে জরুরি অবতরণ করে।
বিমানের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, তাদের বিজি ১৪৩৩ ফ্লাইটটি সোমবার সকাল ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এর পরপরই ‘বার্ড হিট' এর কারণে আবার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
পরে বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ এক বিবৃতিতে বলেন, টেকঅফের পর ককপিট ক্রু লক্ষ্য করেন বার্ড হিট হয়েছে। পরে পাইলট গন্তব্যে না গিয়ে পুনরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। যাত্রীদের কারও কোনো সমস্যা হয়নি। উড়োজাহাজটি পরীক্ষা নিরীক্ষা করে কিছুক্ষণ পর আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
-এএ