সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ইমরান খানের বিরুদ্ধে সৌদি বাদশাহকে অপমানের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ‘অসম্মান’ ও ‘অপমান’ করার অভিযোগ উঠেছে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এনিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইমরান খান।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মক্কায় ওআইসি'র শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ইমরান খান সৌদি বাদশা সালমানের সঙ্গে প্রটোকল অনুযায়ী আচরণ করেননি বলে অভিযোগ উঠেছে সৌদি আরবের পক্ষ থেকে। এনিয়ে ইতিমধ্যে সৌদি আরব পাকিস্তানের কাছে প্রতিবাদ করেছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বাদশা সালমানের পক্ষ থেকে ইমরান খানকে অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও’র বরাতে আরটি’র প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খান গাড়ী থেকে নেমে লাল গালিচার ওপর দিয়ে বাদশাহ সালমানের কাছে যান। এরপর সালমান ও ইমরান খানের মধ্যে হ্যান্ডশেক ও একটু কথা হয়।

এরপরই ইমরান খান আর তার দিকে না তাকিয়ে সরাসরি দোভাষীর সঙ্গে কথা বলতে থাকেন। এরপর দোভাষীর দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে কিছু বলেন এবং তাকে তা বলতে বলেন। এরপর জবাবের অপেক্ষা না করে সম্মেলনস্থ লের দিকে চলে যান ইমরান।

সৌদি আরবের অনেকেই এই আচরণকে সৌদি বাদশাহ জন্য চরম অপমান হিসেবে মনে করছেন। রসামাজিক মাধ্যমে অনেকে ইমরান খানের কড়া সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, ইমরান খানকে কূটনৈতিক আচরণ শেখানো দরকার।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ