সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের জন্য ৬০টি বিশেষ বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদে বাড়ি ফিরতে পোশাক শ্রমিকদের জন্য ৬০টি বাসের বিশেষ সার্ভিস শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় অনেক পোশাক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মীর চাহিদার কথা বিবেচনা করে বিআরটিসি এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১ জুন) বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু এ কথা জানান। তিনি বলেন, ঈদের ছুটিতে গার্মেন্টস কর্মীদের দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য সোমবার গাজীপুর চৌরাস্তায় ৩০টি বাস প্রস্তুত থাকবে।

এছাড়া রাজধানী ও এর আশপাশে অবস্থিত বিভিন্ন গার্মেন্টসের কর্মীরা ২৯টি বাস বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এরইমধ্যে বুকিং দিয়েছেন। সেই হিসেবে ঈদে এবারই প্রথম প্রায় ৬০টি বাস গার্মেন্টস কর্মীরা ব্যবহার করবেন।

সংস্থাটির ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, এ ছাড়া ৩ জুনের মধ্যে বিআরটিসির বহরে আরো নতুন ৫০টি বাস যুক্ত হচ্ছে। নতুন ৫০টিসহ আগের এক হাজার ৮৯টি বাস মিলিয়ে এবার ঈদে বিআরটিসি সর্বমোট এক হাজার ১৩৯টি বাস সারাদেশে চালাবে।

যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিতে বিআরটিসি গত ২৭ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করেছে। আগামী ১০ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাসগুলো সারাদেশে চলাচল করবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ