আওয়ার ইসলাম: রুশ ক্ষেপনাস্ত্র ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে ভারতকে আবারো হুঁশিয়ার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথের দিন দেশটিকে এ হুঁশিয়ারি দেয়া হলো।
জানা যায়, রাশিয়ার কাছ থেকে ভারতের এস-৪০০ কেনার সিদ্ধান্ত ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ এলো।
ট্রাম্পের পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার সিদ্ধান্ত তাদের কাছে অর্থপূর্ণ। কিন্তু এ বিষয়টি আমরা ভালোভাবে মানতে পারছি না। আমরা ভাবিনি তারা এ ধরনের সিদ্ধান্ত নিবে। তবে তাদের এ সিদ্ধান্তে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে গুরুতর প্রভাব পড়বে।
এর আগে গত বছর ৫ অক্টোবর নরেন্দ্র মোদির প্রথম শাসনামলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০০ কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি হয়। পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভারতকে এস-৪০০ হস্তান্তর ২০২০ সালে শুরু হয়ে ২০২৩ সালের মধ্যে শেষ হবে।
-এটি