আওয়ার ইসলাম: তালিমুল কুরআন সেন্টারের উপদেষ্ঠা হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন বলেন, কুরআনুল কারিম এমন একটি কিতাব, যে কিতাব আপনাকে পরিচালনা করবে, আপনার সন্তান কে পরিচালনা করবে, আপনার পরিবারকে পরিচালনা করবে।
সেই কিতাব আমাদের ঘরের মধ্যে অযত্নে পরে থাকে। যা খুবই লজ্জাজনক। কেউ মারা গেলে আমরা সেটা বের করি। মনে হয় এ কুরআন মৃত ব্যক্তির জন্য। যেভাবে আমরা আমাদের সন্তানদের ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়ার আপ্রাণ চেষ্ঠা চালাই ঠিক তার চেয়ে বেশী চেষ্ঠা চালানো উচিত কুরআনুল কারিম সহিহ্ভাবে শিখার এবং তার অর্থ বুঝার।
শনিবার তালিমুল কুরআন সেন্টার কর্তৃক আয়োজিত শাহরুল কুরআন প্রোগ্রামের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মিফতাহুদ্দীন বলেন, কুরআনুল কারিম সহিহ্ভাবে তেলাওয়াত করলে এবং অর্থ বুঝলে নামাজে পরিপূর্ণতা আসে, তৃপ্তি পাওয়া যায়। তালিমুল কুরআন সেন্টারে সহিহভাবে কুরআনুল কারিম শিখার এবং বুঝার ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের সন্তানদের অন্য শিক্ষার পাশাপাশি সহিহ শুদ্ধভাবে কুরআর শিক্ষা দিবেন।
তালিমুল কুরআন সেন্টারের পরিচালক কারী আব্দুল বাছেত মিলনের সভাপতিত্বে ও সেন্টারের সহকারি শিক্ষক আব্দুল হাসিব জাহিদের উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন তালিমুল কুরআন সেন্টারের শিক্ষক হাফেজ আহমেদ কবির শামছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইঞ্জিনিয়ার জেড গোলাম মাহবুব, শেখ শাহিন আহমদ, সাংবাদিক শেখ জাহিদ হাসান প্রমুখ।
-এএ