আওয়ার ইসলাম: একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
বুধবার রাত ১০.১৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি। তার ছেলে আসিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বেশ কিছুদিন ধরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালিদ হোসেন। হৃদরোগ ইনস্টিটিউটে ডা. উত্তম বড়ুয়ার অধীনে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে চিকিৎসা দেয়া হয়। হৃদরোগের পাশাপাশি কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন এ গুণী শিল্পী। গত ১৪ মে (মঙ্গলবার) হাসপাতালে ভর্তি হন খালিদ হোসেন।
-এএ