রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার উদ্যোগে দু'দিনব্যাপী রোহিঙ্গাদের মাঝে ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

মিয়ানমারে চরম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অনেকে ভুলে গেছে। দেশীয় ও আন্তর্জাতিক সেবা সংস্থাগুলো রোহিঙ্গাদের জীবন-যাপন উন্নত করণে কাজ করে যাচ্ছে। কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গিবিরোধি কার্যক্রমের কারণে বির্তক তাদের পিছু ছাড়ছে না।

এদিকে দেশের প্রতিষ্ঠিত এনজিও সংস্থাগুলোর পাশাপাশি ইসলামি ঘরণার এনজিও হিসেবে রোহিঙ্গাদের মাঝে ধারাবাহিক ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা। রমযান মাসের ইফতার কার্যক্রমকে সামনে রেখে রোহিঙ্গাদের ভিন্ন স্বাদের ইফতার খাওয়ানোর কার্যক্রম সম্পন্ন করেছে সংস্থাটি।

১৪ ও ১৫ রমযান ২০ ও ২১ মে দু'দিনব্যাপী সংস্থাটির আয়োজনে রোহিঙ্গাদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার আইটেমে ছিলো পিয়াজু, বেগুনি, জিলাপি, ছোলা এবং খেজুর, মুড়ি ও আপেল।

এ বিষয়ে জানতে চাইলে সংস্থার চেয়ারম্যান মাওলানা রজিবুল হক জানান, বিভিন্ন সংস্থা ইফতারির শুকনো আইটেম বিতরণ করে থাকে। কষ্ট হলেও আমরা চেয়েছি আমরা নিজেরা ইফতারিতে যা খাই তা রান্না করে তাদের হাতে তুলে দিতে। এজন্যই এবারে ভিন্ন স্বাদের ইফতারির আয়োজন করেছি। টেকনাফের লেদা, মুচনি ও থ্যাংখালীর প্রায় ৪ হাজার মুহাজির ভাইদের কাছে তৈরি করা ইফতার পাঠিয়েছি আলহামদুলিল্লাহ।

দু'দিনব্যাপী এ ইফতার বিতরণ কার্যক্রমে প্রসিদ্ধ লেখক মাওলানা মুহাম্মাদ আতীক উল্লাহ সহ সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে তাদের সাথে ছিলেন হ্নীলা উম্মে সালমা মহিলা মাদারাসার পরিচালক মাওলানা এনাম।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ