আওয়ার ইসলাম: উপজেলা পরিষদের পঞ্চম ও শেষ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন ধাপে অনিয়ম ও অন্যান্য কারণে স্থগিত পাঁচ উপজেলার ভোটগ্রহণ আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি। সব মিলিয়ে এ দিন ২২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২২ মে) নির্বাচন কমিশন (ইসি) এই সিদ্ধান্ত জানিয়েছে। ইসি সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো—নেত্রকোনার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া ও ফেনীর ছাগলনাইয়া। এর আগে ইসি রাজশাহীর পবা উপজেলার স্থগিত নির্বাচনও ১৮ জুন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়।
একই সঙ্গে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপের ১৬টি উপজেলার ভোটগ্রহণও ১৮ জুন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো-শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, নারায়ণগঞ্জ বন্দর, গাজীপুর সদর।
রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।
-এটি