আওয়ার ইসলাম: কাঁচা আম রাসায়নিক দিয়ে পাকিয়ে বিক্রি করার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী এলাকার ৯ ব্যবসায়ীকে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ মে) র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে কৃষি অধিদফতর, বিএসটিআই এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহযোগিতায় র্যাব-১০ এ অভিযান চালায়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, ল্যাংড়াজাতের আম বাজারে আসতে আরো প্রায় ১৫ দিন বাকি। কিন্তু এর আগেই এ জাতের কাঁচা আম রাসায়নিক দিয়ে পাকিয়ে বিক্রি করছিলো যাত্রাবাড়ী এলাকার ফলের আড়ৎদাররা। এ সময় রাসায়নিক দিয়ে পাকানো ৪০০ মণ আম জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রাসায়নিক মেশানো এসব অপরিপক্ক আম বিক্রির দায়ে ৯ জন ব্যবসায়ীকে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।