আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। যাত্রীর নাম মো. রাজিব দেওয়ান (৩৫)।
গতকাল সোমবার (২০ মে) রাত ১১টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসলে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বাড়তি নজরদারি রাখা হয়। সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসকিউ ৪৪৬) সোমবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেই ফ্লাইটে আসেন মুন্সীগঞ্জের রাজিব দেওয়ান। তাকে সন্দেহসূচক আটকের পর তল্লাসি চালিয়ে এ সোনা উদ্ধার করা হয়।
ডেপুটি কমিশনার আরও বলেন, ‘দীর্ঘ সময়ের পর আর্চওয়ে মেশিনের মাধ্যমে যাত্রী রাজিবকে চেকিং করা হলে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। এরপরে তার পরিহিত প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রঙের স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৬টি প্যাকেট থেকে ৬৫টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম।
এমডব্লিউ/