রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের কে বি বাজারে আগুনে পুড়ে ছাই ৯টি দোকান। এতে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরীর মালিকানাধীন ফার্মেসী, হোমিও ওষুধের দোকান, লাইব্রেরি, স্বর্ণের দোকান, হার্ডওয়্যার সামগ্রী, পানের দোকান, কসমেটিক্স, জুতা ও কাপড়ের দোকান রয়েছে।

আজ মঙ্গলবার (২১ মে) সকাল আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে যায়। পরে চট্টগ্রাম স্টেশনের গাড়ি গিয়ে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী একটি সংবাদমাধ্যমকে বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে ক্ষতিগ্রস্তরা বলছেন, আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তারা।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার, ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীনসহ প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ