রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

পাগড়ি পেলেন বসুন্ধরা রহমানিয়া মাদরাসার ১৬ হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা রহমানিয়া মাদরাসার ১৬ জন কুরআনে হাফেজকে পাগড়ি পরিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান হাফেজদের মাথায় পাগড়ি পরিয়ে দেন।

যারা পাগড়ি পেয়েছেন, লোকমান, জোবায়ের, মুস্তাকিন, রহমত উল্লাহ, আদনান, নূর আহম্মদ, আনাস হোসাইন, রাজিবুল ইসলাম, তাজুল ইসলাম, সাকিবুল ইসলাম, ইয়াসিন আহমদ, হাবিবুল্লাহ, শহীদুল্লাহ, রেদওয়ানুল হক, ওমর হোসাইন ও আরিফুল ইসলাম।

পাগড়ি পরানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজর মুহাম্মদ আবু তৈয়ব, মুফতি আরশাদ রহমানী ও মুফতি শাহেদ রহমানী।

পাগড়ি পরানো শেষে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ অতিথিরা।

উল্লেখ্য, বসুন্ধরা রহমানিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ১০ জুলাই। প্রতিষ্ঠানটিতে বর্তমানে হেফজ ও কিতাব বিভাগে দেড়শ জন পড়াশোনা করছেন। হজরত ফকীহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৪ সালের ৩১ অক্টোবর। মসজিদ সংলগ্ন কবরস্থানে তিনি শায়িত আছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ