রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


খাবারের মান নিশ্চিতে যাত্রাবাড়িতে বিএসটিআই’র অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাবারের মান নিশ্চিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। ফলের আড়ৎ থেকে বিভিন্ন ফলের নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে দেয়া হয়।

মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত অভিযান চলে।

যাত্রাবাড়ির ফলের আড়ৎ থেকে বিভিন্ন ফলের নমুনা সংগ্রহ করা হয়। পরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে, এসব নমুনায় ফরমালিনসহ অন্য কোন কেমিক্যাল আছে কি না তা পরীক্ষা করে দেখা হয়। তবে সংগৃহিত ১১ নমুনায় কোন ফরমালিন পাওয়া যায়নি বলে জানান বিএসটিআই এর সহকারী পরিচালক আরাফাত হোসেন সরদার।

তিনি জানান, রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান অব্যাহত রাখা হবে । এর আগে সোমবার রাজধানীর বসুন্ধরা সিটিতে ভেজাল বিরোধী অভিযান চালায় বিএসটিআই। এসময় অনুমোদন না থাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আলমাস, মোস্তফা মার্টসহ কয়েকটি দোকানে বিদেশ থেকে আমদানিকৃত পণ্যে বিএসটিআই এর অনুমোদন না থাকায় তাদের অর্থদন্ড দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ