রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ভর্তূকি প্রদানের আহ্বান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফ আলী আকন ধান নিয়ে কৃষকের বর্তমান সংকটকে জাতীয় বিপর্যয় অখ্যায়িত করে এর থেকে দ্রুত উত্তরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার দুপুরে কৃষককে ক্ষতির হাত থেকে রক্ষায় ‘দেশ বাঁচাতে কৃষক বাঁচাও’ শ্লোগান নিয়ে ইসলামী কৃষক-মজুর আন্দোলনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আশরাফ আলী আকন বলেন, কৃষকের বর্তমান সংকট উত্তরণে কৃষি মন্ত্রী যেভাবে একের পর এক বাস্তবতা বিবর্জিত কথা বলে যাচ্ছেন তা দেশের একজন নাগরিক হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কৃষি মন্ত্রীর কাছে দেশের ক্ষতিগ্রস্ত কৃষকরা সমস্যার সমাধান আশা করেছিলো কিন্তু কৃষকসহ দেশের জনগনের সে প্রত্যাশা পূরণে কৃষি মন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।

বর্তমান সংকটাপন্ন কৃষককে আরো ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষায় বর্তমান পরিস্থিতিকে কৃষকের জন্য দুর্যোগ ঘোষণা করে দেশ প্রেমিক দক্ষ সেনাবাহিনীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে কাঠা প্রতি ১৫শত টাকা ভর্তূকি প্রদান করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার কৃষকদের সমস্যা সমাধানে ব্যবস্থা না নিলে দেশের ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি আদায়ে মাঠে নামতে বাধ্য হলে তাদের সাথে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে।  কৃষকের ক্ষতিপূরনে ব্যবস্থা না নিলে দেশব্যাপী আন্দোলনের হুশিয়ারী

সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবিরের পরিচালনা সভাপতি ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, জাতীয় মেস সংঘের সভাপতি সাংবাদিক আয়াতুল্লাহ আক্তার ও ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগরের সেক্রেটারী হাফেজ শাহাদাৎ হোসেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ