রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাঘাবাড়ির গাওয়া ঘি'র কারখানাকে জরিমানা-সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: বাঘাবাড়ির স্পেশাল গাওয়া ঘি বাজারজাত করার দায়ে রাজধানীর গোড়ানে দুটি ঘি কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটি সিলগালা করেছে র‌্যাব। প্রতিষ্ঠান দুটিকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।

নিজস্ব ল্যাব না থাকা ও হাইকোর্টের রায় অমান্য করে উৎপাদন অব্যাহত রাখায় অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল গাওয়া ঘি’র ১০ লাখ টাকা এবং ঘিয়ের বদলে ডালডা দেয়ার অভিযোগে অমিত ঘোষ বাঘাবাড়ি ঘি’কে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাঘাবাড়ির ঘি বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ রয়েছে। সেটি এখনও বিক্রি করছে অনিল ঘোষ। গোড়ানের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ধরে র‍্যাব। প্রতিষ্ঠানটির ঘি উৎপাদনের অনুমতি নেই  এবং বাজারজাত করারও প্রয়োজনীয় কাগজপত্র নেই। কোনো ধরণের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দীর্ঘদিন ধরে ঘি বিক্রি করে আসছিলো প্রতিষ্ঠানটি।

এছাড়াও বেশি ভাড়া নেয়ায় বেশ কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা করা হয়েছে ৭৫ হাজার টাকা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ