রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


পারস্য উপসাগরে মার্কিন সেনা মোতায়েনে সৌদির অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব ও কয়েকটি আরব দেশ পারস্য উপসাগরে মার্কিন সেনা ও বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের পক্ষ থেকে কথিত হুমকি মোকাবেলার অজুহাতে এ ধরনের অনুমোদন দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে।

আশ-শারকুল আওসাত নামক পত্রিকা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

খবরে আরো বলা হয়েছে, কয়েকটি আরব দেশ ও আমেরিকার মধ্যকার চুক্তির আওতায় ওয়াশিংটন পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজের স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইউরোপের মিত্রদের সঙ্গে এ ইস্যুতে দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্ত ইসরায়েল ও সৌদি আরব প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ