রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


খুলনায় ঈদের প্রথম জামাত সকাল ৮টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবহাওয়া ভালো থাকলে খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম জামাত খুলনা সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ২য় জামাত টাউনহল জামে মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে টাউনহল জামে মসজিদে সকাল ৮টায় প্রথম, সকাল ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ-উল-ফিতর খুলনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয় অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময় সংশ্লিষ্ট কমিটি নির্ধারণ করবে। ঈদের সময় পকেটমার, অজ্ঞানপার্টি, জালটাকা ও ইভটিজিং বন্ধে কেএমপি, জেলা পুলিশ এবং বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয় ঈদের সময় আতসবাজি, উচ্চগতিতে মটরসাইকেল চালানো, উচ্চ শব্দে মাইক বাজানো নিষিদ্ধ থাকবে। এসময় সভাপতি যাকাতের টাকা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সরকারী ফান্ডে প্রদান করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

সভায় বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, ইমাম পরিষদের সদস্য এবং ওলামায়ে পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ