আওয়ার ইসলাম: পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (পিজিসিসি) ও আরব লীগের জরুরি বৈঠক ডেকেছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ।
আগামী ৩০ মে মক্কায় আরব নেতাদের নিয়ে ওই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেলের ট্যাঙ্কারে রহস্যজনক হামলা এবং সৌদি আরবের তেলের পাম্পে ড্রোন হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র এক প্রতিবেদনের বরাতে জানা যায়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে সৌদি বাদশা সালমান আরব নেতাদের নিয়ে শীর্ষ বৈঠকে বসবেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, সম্প্রতি আরব আমিরাতের উপকূলে বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে হামলা এবং সৌদি আরবের তেল পাম্পে ড্রোন হামলার ফলে তেল সরবরাহ লাইনে বিঘ্ন ঘটায় এবং তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাদশা সালমান। শীর্ষ বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হবে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি বাদশার জরুরি বৈঠক আহ্বানকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে জটিল পরিস্থিতির ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় আরব রাষ্ট্রগুলোকে আরো ঐক্যবদ্ধ হতে হবে।
-এটি