আবদুল্লাহ তামিম
সৌদি আরব মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ এড়াতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তবে যে কোনো প্রকার হুমকি মুকাবেলা করতে ও নিজেদের রক্ষা করার জন্য সমস্ত শক্তি ও দৃঢ়তা দিয়ে লড়তে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের।
আজ রোববার দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
তিনি বৈঠকে আরো বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা নিজেদের রক্ষা করতে জানি। এ রমজান মাসে এ মাসের পবিত্রতা রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি আমরা। ‘আমাদের নিরাপত্তা ও ইসলাম ধর্ম আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ মাসে সৌদি আরবের তেল ট্যাঙ্কারদের উপর আরবের উপসাগরীয় অঞ্চলে হামলায় আমরা নিন্দা জানাই।
গত সপ্তাহে সৌদি আরবের তেলের পাম্পে আক্রমণ করার পর দেশটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
রিয়াদ তেহরান ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর ওপর মঙ্গলবারের ওয়েল পাম্পিং স্টেশনে ড্রোন হামলার দায় চাপিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে বলে জানা যায়।
আরব নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ