আওয়ার ইসলাম: বিএসটিআই মানহীন ৫২ পণ্যেকে বাজার থেকে প্রত্যাহারে শনিবার পর্যন্ত সময় দিয়েছে। এরপরে এসব পণ্য দোকানে পাওয়া গেলে উৎপাদক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ৫২টি পণ্যের মধ্যে এখন পর্যন্ত ৯টির লাইসেন্স বাতিল হয়েছে।
বিএসটিআই বলছে, নতুন করে ব্যবস্থা নেয়া পণ্যসহ ৫২টির সবগুলো শনিবারের মধ্যেই বাজার থেকে উৎপাদক প্রতিষ্ঠানকেই তুলে নিতে হবে। পণ্য প্রত্যাহার না করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।
এর আগে রমজান মাস উপলক্ষ্যে খোলা বাজার থেকে ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে বিএসটিআই। প্রতিবেদন পাওয়া ৩১৩টি পণ্যের মধ্যে ৫২টি পণ্য মান উত্তীর্ণ হয়নি। ওই প্রতিবেদন যুক্ত করে রিট করে কনশাস কনজুমার সোসাইটি নামের একটি সংগঠন। পরে গত রোববার এই ৫২টি খাদ্যপণ্য বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
আদালতের এ আদেশের পর বুধবার ৭টি পণ্যের লাইসেন্স বাতিল এবং ১৮টি পণ্য উৎপাদনের অনুমোদন স্থগিত করে বিএসটিআই। এসব পণ্য শুক্রবারের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশও দেয়া হয়। একদিন পর আরো ২টি পণ্যের লাইসেন্স বাতিল এবং ২৫টির উৎপাদন অনুমোদনের সিদ্ধান্ত জানায় সংস্থাটি।
মানহীন ৫২ খাদ্যপণ্য নিয়ে হাইকোর্টের রুলের জবাব দিতে হবে খাদ্য ও বাণিজ্য সচিব, বিএসটিআই মহাপরিচালক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে।
-এএ