রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রথমবারের মতো পদ্মা সেতুতে বসল রেলওয়ে স্প্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরিয়তপুরের জাজিরা প্রান্তে ৩৮ মিটার দৈর্ঘ্যে প্রথমবারে মতো পদ্মা সেতুতে বসানো হয়েছে রেলওয়ে স্প্যান। এ রেলওয়ে স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ভায়াডাক্ট, উড়াল রেলসেতু। শুক্রবার দুপুরে এ স্প্যান বসানো হয়।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ২০ ও ২১ নম্বর পিয়ারে জে-৩ রেলওয়ে স্প্যানটি বসানোর কাজ শুরু হয় গত ২০ এপ্রিল। কাজ শুরুর ২৬ দিন পর স্প্যানটি বসানোর কাজ শেষ হয়েছে। মোট ৬টি আই-গার্ডার (রেলের গার্ডার) রয়েছে এ স্প্যানে।

স্প্যান বসানোর খবর নিশ্চিত করে পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির জানান, এমন ১৪টি রেলওয়ে স্প্যান বসানো হবে পদ্মা সেতুতে। যার ৭টি বসবে জাজিরা প্রান্তে এবং ৭টি বসবে মাওয়া প্রান্তে। এগুলোর মধ্যে থাকবে মোট ৮৪টি আই-গার্ডার।

তিনি আরও জানান, সেতুর ২১ ও ২২ নম্বর পিয়ারে জে-৪ স্প্যানের গার্ডার বসানোর কাজ শুরু হবে শনিবার। এ সব স্প্যানের ওপর বসানো হবে রেল লাইন। ইতিমধ্যে ১৪টি স্প্যানের বেশিরভাগ কাজ শেষ হয়েছে।

এদিকে দ্রুতগতিতে বসানো হচ্ছে পদ্মা সেতুর রেলওয়ে স্ল্যাব ও রোডওয়ে স্ল্যাব। এখন পর্যন্ত ১৬টি রোডওয়ে স্ল্যাব ও ৩১২টি রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়েছে। আরও ৮০০ রোডওয়ে স্ল্যাব ও দুই হাজার রেলওয়ে স্ল্যাব বসানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত মূল সেতুতে ২৯৪ টি পাইল ড্রাইভের মধ্যে ২৩৫ টি বসানো হয়েছে। এছাড়া ৪২টি পিলারের মধ্যে পুরোপুরি সম্পন্ন হয়েছে ২৫টি পিলারের কাজ।

জানা যায়, কুমারভোগ এলাকায় পদ্মা সেতু প্রকল্পের কন্সট্রাকশন ইয়ার্ডে ১২টি স্প্যান (সুপার স্ট্রাকচার) রয়েছে। এগুলোর মধ্যে পিলারে বসানোর জন্য প্রস্তুত রয়েছে ৭টি স্প্যান।

-এটি


সম্পর্কিত খবর