আওয়ার ইসলাম: অবৈধভাবে ইউরোপে মানবপাচার চক্রের সাথে জড়িত তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সদর দফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা গোপন মাধ্যমে মানবপাচার চক্রের কয়েকজন সদস্যের ব্যাপারে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করি। আজ দুপুরে মিডিয়া সেলের সামনে তাদেরকে উপস্থিত করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ৯ মে রাতে লিবিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় উপকূলের জুয়ারা শহর থেকে প্রায় ৭৫ আরোহী নিয়ে একটি বড় নৌকা রওনা হয়। উপকূলে ওই নৌকা থেকে আরোহীদের আরেকটি ছোট নৌকায় তোলার অল্প সময়ের মধ্যেই তা ডুবে যায়। ওই নৌকার আরোহীদের মধ্যে ৫১জন বাংলাদেশি ছিল। এদের মধ্যে ৩৭ জন প্রাণ হারিয়েছে বলে সংবাদমাধ্যমের বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন।
নিহতরা হলেন, নোয়াখালীর চাটখিল উপজেলার জয়াগ গ্রামের নাসির, ঢাকার টঙ্গীর কামরান, সিলেটের জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলার জালাল উদ্দিন, সুনামগঞ্জের মাহবুব, মাদারীপুর জেলার সজিব, সিলেট বিয়ানীবাজারের রফিক ও রিপন, শরীয়তপুরের পারভেজ, কামরুন আহমেদ মারুফ, মৌলভীবাজার কুলাউড়ার শামিম, কিশোরগঞ্জ জেলার আল-আমিন, ফেঞ্চুগঞ্জ সিলেটের লিমন আহমেদ।
আব্দুল আজিজ ও আহমেদ, সিলেট দক্ষিণ সুরমার জিল্লুর, বাইল্যাহার মৌলভীবাজারের ফাহা, সিলেট ফেঞ্চুগঞ্জের আয়াত, হাউড়তোলা সিলেটের আমাজল, সিলেটের কাসিম আহমেদ, সিলেট বিশ্বনাথের খোকন, রুবেল, সিলেটের মনির, বিশ্বনাথ সিলেটের বেলাল, সুনামগঞ্জের মাহবুব, নাদিম, সিলেট গোলাপগঞ্জের মারুফ প্রমুখ।
এমডব্লিউ/