রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল আকসায় রমজানের দ্বিতীয় জুমা আদায় করতে দেয়নি ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
বার্তা সম্পাদক

ফিলিস্তিনের জেরুসালেম মসজিদুল আকসায় রমজানের দ্বিতীয় জুমা আদায় করতে দেয়নি ইসরায়েল পুলিশ।

দ্যা জেরুসালেম পোস্টের বরাতে জানা যায়, আজ শুক্রবার পবিত্র রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায় করতে গেলে হাজার হাজার মুসলিমকে নামাজ আদায়ে বাধা দেয় ইসরায়েল পুলিশ। মসজিদের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয় তারা।

এদিকে আল আকসায় নামাজ আদায়ের জন্য আসা হাজার হাজার মুসল্লি মসজিদের সীমানায় ঢুকতে না পেরে শহরের অলিগলিতে অবস্থান নেন। এতে শহরের সব রাস্তায় মুসল্লির ঢল নেমে আসে।

ফিলিস্তিন পুলিশ বাহিনীর মুখপাত্র বলেন, হাজার হাজার মুসল্লি নামাজের অনেক আগ থেকে এলাকায় আসতে শুরু করলে পুলিশ ইউনিট ও সীমান্ত পুলিশ তাদেরকে মসজিদের সীমানায় ঢুকতে বাধা দেয়।

জানা যায়, আল আকসা মসজিদে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ নির্বিঘ্নে আদায় করে প্রায় দুই লক্ষ মুসলমান। আরব-ইসরায়েলি ও ফিলিস্তিনি মুসলিমরা এতে অংশ নিয়েছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যখন ইসরায়েল এ এলাকায় প্রবেশাধিকার পায় তখন শুধু মুসলিমরাই আল-আকসায় নামাজ পড়তে পারতো। দিনের একটি নির্দিষ্ট সময় প্রার্থনার সুযোগ পেত ইহুদিরা।

১৯৬৭ সালের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুসালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল।

অবশ্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ ইসরায়েলের এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না।

দ্যা জেরুসালেম পোস্ট থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর