আবদুল্লাহ তামিম
মিশরের সিনাই উপত্যকায় সন্ত্রাস বিরোধী অভিযানে ৪৭ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এতে নিহত হয়েছে ৫ সেনা।
আজ বৃহস্পতিবার মিশরের সেনাবাহিনী জানিয়েছে, সিনাই উপদ্বীপে সেনা অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যাপক গোলাগুলিতে তাদের ৫ সেনা নিহত হয়।
সশস্ত্র বাহিনীর সোশ্যাল মিডিয়ার একাউন্টে পোস্ট করা একটি বিবৃতিতে আরো বলা হয়, সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছে গোলাবারুদ, বিস্ফোরক, আধুনিক বন্দুক থাকায় তারা এ অভিযানে নামে। অভিযান শুরু হলেই তাদের উপর হামলা করে সন্ত্রাসীরা। এতে সেনাদের ৫ জন নিহত হয়। আর সন্ত্রাসীদের মধ্যে ৪৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
সশস্ত্র বাহিনী সূত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে এ পর্যন্ত প্রায় ৬৫০ সন্ত্রাসী ও ৪৫ জন সৈন্য নিহত হয়েছে।
আল আরব পত্রিকা থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ