রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঢাকায় বায়ুদূষণ রোধে সিটি করপোরেশনের অবহেলা: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় বায়ুদূষণ রোধে দুই সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা রয়েছে মন্তব্য হাইকোর্টের। সেই সঙ্গে দুই সিটি করপোরেশনের দেয়া প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত।

আজ বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ মন্তব্য করে।

রাজধানীতে ধুলোবালি প্রতিরোধের পদক্ষেপ সম্পর্কে জানাতে, সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাহী কর্মকর্তারা আদালতে হাজির হয়েছিলেন। শুনানিতে তারা জানান, মেট্রোরেলসহ বড় ধরনের উন্নয়ন প্রকল্পের কারণে বায়ুদূষণ রোধ করা যাচ্ছে না।

এ ছাড়াও রাজধানীতে মশা, জলাবদ্ধতা সংকট রোধে কার্যকর সমন্বিত পদক্ষেপ নেয়ার কথা বলে আদালত। এসময় ট্যাক্সের টাকায় প্রাপ্য সুযোগ-সুবিধা যাতে জনগণ পায়, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশও দেয়া হয়। একই সঙ্গে একমাসের মধ্যে আবারও অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।

-এএ


সম্পর্কিত খবর