আওয়ার ইসলাম: উচ্চ আদালত বারবার নির্দেশনার পর অবশেষে ওয়াসার বিভিন্ন এলাকার পানি পরীক্ষা করার খরচের প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়, ওয়াসার পানির ১ হাজার ৬৪টি নমুনা পরীক্ষা করতে ৭৬ লাখ টাকা প্রয়োজন।
আজ বুধবার (১৫ মে) সকালে বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ মে) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত সোমবার ঢাকার বিভিন্ন এলাকার পানি পরীক্ষার ব্যয় নির্ধারণ ও পরীক্ষার প্রতিবেদন প্রদানে দেরি করায় ওয়াসার প্রতি অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট।
-এটি