আওয়ার ইসলাম: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রমজানের সমর্থনে ক্রাইস্টচার্চের মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন।
আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১ টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব। এসময় তিনি ক্ষতিগ্রস্ত মুসলিমদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, আমি পবিত্র রমজানের সমর্থনে ক্রাইস্টচার্চের মুসলিমদের পাশে দাঁড়াতে চাই। খবর এএফপি’র।
এসময় তিনি আরো বলেন, অনলাইনে ঘৃণামূলক কথা ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে জাতিসংঘ এই সংকট সমাধানের নেতৃত্ব দিবে।
গত ১৫ মার্চ একজন স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর গুলিতে যে দুটি মসজিদে ৫১ জন নিহত হয়। নূর মসজিদ তার একটি। হামলাকারী ফেসবুকে ঘটনাটি সরাসরি সম্প্রচার করে।
অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আমি জানি যে দুঃখ, কষ্ট, বেদনা দূর করার মতো কোন সান্ত্বনা বাক্য নেই। তবে আপনাদের প্রতি আমার ভালবাসা, সম্পূর্ণ শ্রদ্ধা জানাতেই আমি এখানে এসেছি।’
জাতিসংঘ মহাসচিব আরো বলেন, ‘অনলাইন বা অফলাইন কোথাও ঘৃণামূলক বাক্যের কোন স্থান নেই।’
এমডব্লিউ/