আওয়ার ইসলাম: বকেয়া বেতনসহ নয় দফা দাবিতে রাজপথে আন্দোলন করছে রাষ্ট্রায়ত্ত পাটকল আমিন জুট মিলের শ্রমিকরা।
সোমবার (১৩ মে) সকালে নগরীর মুরাদপুরের এলাকায় অবস্থিত কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। অবস্থানকালে শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে পাটমন্ত্রীর পদত্যাগের দাবি করেন। দাবি আদায়ে বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত রেলপথ অবরোধেরও ঘোষণা দেয় শ্রমিকরা।
আমিন জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা জানান, ১১ সপ্তাহের বেশি সময় ধরে তিন হাজার শ্রমিক বেতন পায় না। আমরা দীর্ঘদিন ধরেই এসব নিয়ে কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। বিজেএমসি, বস্ত্র ও পাট মন্ত্রী বরাবর চিঠিও পাঠিয়েছি। কিন্তু কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। গত দুই দিন আমরা রাজপথে মিছিল ও সমাবেশ করেছি। আর আজকে অনেকটা অপারগ হয়ে রাজপথে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো।
এ বিষয়ে বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক (অর্থ) মুহা. তৌহিদ হাসনাত খান বলেন, আমরা ইতোমধ্যে জুন মাসের বেতনসহ ৩৩৮ কোটি টাকা চেয়ে মন্ত্রণালয় বরাবর একটি চিঠি পাঠিয়েছি। বিষয়টি নিয়ে আমাদের চেয়ারম্যান, সচিব, বস্ত্র ও পাট মন্ত্রী এবং প্রধানমন্ত্রী ওয়াকিবহাল। আশা করছি শিগগিরই বিষয়টির সমাধান হবে। তবে কবে নাগাদ হবে তা এখনই বলতে পারছি না।
প্রসঙ্গত, বাংলাদেশ পাটকল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন আমিন জুট মিলের ছয়টি ইউনিট রয়েছে। এর মধ্যে দুইটি ইউনিট প্রায় সময়ই বন্ধ থাকে। অপর চারটি ইউনিটের কার্যক্রমও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
-এএ