আওয়ার ইসলাম: তিউনিসিয়ায় নৌকা ডুবিতে বাংলাদেশি নিয়ে এখনও কোনো তথ্য নেই। তবে জানা গেছে ৩৭ জন বাংলাদেশি এ দুর্ঘটনায় মারা গেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন (১৪ মে) কৃষিবিদ ইন্সটিটিউটে এক সেমিনার শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, তিউনিসিয়ায় উপকূলে নৌকা ডুবিতে নিহত ও উদ্ধার পাওয়া বাংলাদেশিদের সন্ধানে লিবিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূত ও আরও একজন রওনা হয়েছেন। তবে এখনও তারা সঠিক তথ্য জানাতে পারেনি।
মোমেন বলেন, বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানতে পেরেছি ৩৭ জন মারা গেছেন। আমরা টেলিফোনে বা কোনোভাবেই রাষ্ট্রদূতের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারিনি। তবে ৫ জন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। আমরা তাদের উদ্ধার করে নিয়ে আসব।
উদ্ধার হওয়া লাশের মধ্যে রেড ক্রিসেন্ট বলছেন একজন বাংলাদেশি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের রাষ্ট্রদূত গেছেন, তিনি শনাক্ত করে নিয়ে আসবেন। আমাদের কাছে সরকারি কোনো তথ্য নেই।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে লিবিয়ার উপকুল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইটালির উদ্দেশে রওনা হয়। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়।
-এটি