রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেটে অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানিয়ে চট্টগ্রামের কাট্টলীর সিটি গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে এলাকাবাসী। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদুল আলম শামীম।

সোমবার (১৩ মে) সকাল ১১টার দিকে উত্তর কাট্রলীর সিটি গেট এলাকায় এ সড়ক অবরোধ করা হয়। ঘণ্টাখানেক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে নিজ গন্তব্যে যেতে বাধ্য হন।

জানা যায়, শুক্রবার (১০ মে) ইয়াবা আসক্ত সত্যজিৎ ঘোষ পপির বটির আঘাতে সন্ধ্যা রাণী (৭০) নিহত হয়। তিনি উত্তর কাট্টলী বড় কালীবাড়ি এলাকার ধীরেন্দ্র বণিকের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহত শান্তি নন্দী (৭০), দীপক দত্ত (৪৮), টিংকু দত্ত (৪৫) ও প্রবীর তালুকদারকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে টিংকু দত্তের (৪৫) অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন বলেন, এলাকাবাসীরা সড়কে অবস্থান নিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আমি আসামিকে গ্রেফতার ও মাদক নিয়ন্ত্রণের আশ্বাস দিলে এলাকাবাসীরা সড়ক থেকে সরে যান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ